মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

জবি ছাত্রদল নেতার জন্মদিনে কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

JU
জবির কর্মচারীদের মাঝে ছাত্রদল নেতার কম্বল বিতরণের একটি মুহূর্ত। ছবি- প্রতিনিধি

নিজের জন্মদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করলেন জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যক্তিগত উদ্যোগে এবং শাখা ছাত্রদলের সহযোগিতায় অর্ধশতাধিক কর্মচারীর মাঝে কম্বল বিতরণ করেন তিনি।


বিজ্ঞাপন


কম্বল পেয়ে এক কর্মচারী বলেন, ‘এই শীতে আমাদের কথা কেউ ভাবেনি। ছাত্রনেতারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, এটাই অনেক বড় প্রাপ্তি।’

এসময় সেখানে উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। 

তিনি বলেন, ছাত্রদল শুধু রাজনৈতিক অধিকার আদায়ের সংগঠন নয়, সামাজিক দায়িত্ব থেকেও মানুষের পাশে দাঁড়ায়। এই উদ্যোগ সংগঠনের নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে বলেও মন্তব্য করেন তিনি।

শাখা ছাত্রদলের সদস্যসচিব সামসুল আরেফিন বলেন, শহীদ জিয়ার আদর্শই হলো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখা। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা প্রতিদিন নীরবে শিক্ষার্থীদের সেবা দিয়ে যান। তাদের হাতে শীতবস্ত্র তুলে দিতে পেরে আমরা আনন্দিত।


বিজ্ঞাপন


নিজের অনুভূতি জানিয়ে মো. শাহরিয়ার হোসেন বলেন, ‘শীতের প্রকোপ বাড়ায় অনেক স্টাফ কষ্টে আছেন। আজ আমার জন্মদিন। মনে হয়েছে, আনুষ্ঠানিকভাবে জন্মদিন উদযাপনের চেয়ে তাদের মুখে একটু হাসি ফোটানোই বেশি আনন্দের। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করব ‘

এসময় শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর