সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

‘প্রাণের উচ্ছ্বাসে, দাউদিয়ান্স একসঙ্গে’

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ১০:০৭ পিএম

শেয়ার করুন:

‘প্রাণের উচ্ছ্বাসে, দাউদিয়ান্স একসঙ্গে’

দাউদ পাবলিক স্কুল ও কলেজ, যশোরের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজধানীতে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রাওয়া কনভেনশন হলে এই বর্ণাঢ্য অনুষ্ঠানে দীর্ঘ সময় পর ছাত্র-ছাত্রীরা আনন্দঘন পরিবেশে সময় কাটিয়েছেন। শুক্রবার দিনভর এই আয়োজনে সাবেক শিক্ষার্থীরা নানা খুনশুটি, গল্প, পরিচিতি বিনিময় এবং স্মৃতিচারণে মেতে ওঠেন। সবাই ফিরে গিয়েছেন স্কুল জীবনের ফেলে আসা সেই দিনগুলোতে।

চির উন্নত মম শির শ্লোগানে ১৯৫৯ সালে যশোর সেনানিবাসে প্রতিষ্ঠিত হয় দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রমসহ ছেলে ও মেয়েদের জন্য একসঙ্গে শিক্ষাদান করা হয়।


বিজ্ঞাপন


এই পুনর্মিলনীর আহ্বায়ক ছিলেন এসস্একুসসি ১৯৭৭ ব্যাচের ডা. ইসমাত আরা মেরী।

এতে দাউদ পাবলিক স্কুল ও কলেজের সাবেক ছাত্র-ছাত্রী, এসএসসি ২০২৫ পর্যন্ত শিক্ষার্থীরা এবং তাদের পরিবার সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রথমে কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীতের মাধ্যমে আয়োজন শুরু হয়। স্বাগত বক্তব্য দেন ১৯৭৯ ব্যাচের ডা. কাজী সাব্বির আনোয়ার। এরপর প্রয়াত শিক্ষক ও ছাত্রছাত্রীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Untitled


বিজ্ঞাপন


১৯৫৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরা তাদের ব্যাচ পরিচিতি তুলে ধরেন। স্মৃতিচারণ পর্বে সকলেই আবেগে আপ্লুত হন। স্কুল ফাঁকি, ক্লাসের দুষ্টুমি, নীল ডাইনসহ সকল শাস্তি আজও যেন মধুর স্মৃতি হয়ে মানসপটে ভেসে ওঠে।

নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর শুরু হয় র‍্যাফেল ড্র। প্রথম পুরস্কার হিসেবে ঢাকা-কক্সবাজার ঢাকা বিমান টিকিটসহ নানা পুরস্কার ঘোষণা করা হয়, যা অনুষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে দেয়।

১৯৮৯ ব্যাচের শান্তনু ইসলাম ছিলেন অনুষ্ঠানের সঞ্চালক। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন ১৯৭৯ ব্যাচের ফৌজিয়া বেগম মায়া।

সারাদিনের নানা আয়োজন ও স্মৃতিচারণের মধুর আনন্দ নিয়ে সবাই আবার মিলিত হবার স্বপ্ন নিয়ে গোধূলি বেলায় ফিরে যান। বিদায়ের সময় যেন ভেসে আসে ‘বন্ধু, আবার দেখা হবে… কারণে অকারণে।’

বিইউ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর