ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস গত ৭ জানুয়ারি ইন্তেকাল করেন। তাঁর ইন্তেকালের কারণে ইউটিএলের সংগঠনিক কার্যক্রম চলমান রাখতে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হককে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।
বিজ্ঞাপন
অধ্যাপক বিলাল বলেন, ইউটিএলের প্রতিষ্ঠাতা অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস স্যারের ইন্তেকালের কারণে ইউটিএলের সাংগঠনিক কার্যক্রম চলমান রাখতে বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় ড. যুবাইর এহসান স্যারকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। উক্ত সভায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোর আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।
ক.ম/

