প্রচণ্ড শীতে কষ্ট পাওয়া হলের পোষ্য বিড়ালগুলোর জন্য অনন্য উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। ডাকসুর ও 'কেয়ার ডিইউ'-এর উদ্যোগে বিড়ালদের জন্য শেল্টারবক্স দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচন্ড শীতে কষ্ট পাওয়া হলের বিড়ালগুলোর জন্য উষ্ণতার জায়গা করে দিতে ডাকসু এবং ‘কেয়ার ডিইউ’র উদ্যোগে শেল্টারবক্স দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
এদিকে ডাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংস্কারের কাজ চলমান রয়েছে। মসজিদের অভ্যন্তরীণ অবকাঠামো, দেওয়াল, ফ্যান, লাইটিং, সাউন্ড সিস্টেম সবকিছুতেই পরিবর্তন আনা হচ্ছে।
ডাকসুর ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, আমরা কাজ করতে চাই, আমাদের সুযোগ আছে এবং আমরা চেষ্টা করছি। কিন্তু সীমাবদ্ধতা অনেক বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয় সব মানুষের বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য সক্ষম সবার সহযোগিতা কাম্য।
বিজ্ঞাপন
টিএই/ক.ম

