শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

জকসুতে শিবির প্যানেল থেকে নির্বাচন করা ইনকিলাব মঞ্চের ২ প্রার্থীর জয়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম

শেয়ার করুন:

JOKSU inkilab
নূর মোহাম্মদ ও শান্তা আক্তার। ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে শিবিরের সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলে নির্বাচন করা ইনকিলাব মঞ্চের দুই প্রার্থীই জয়লাভ করেছেন। এরা হলেন নূর মোহাম্মদ ও শান্তা আক্তার। তারা দুইজনেই জবি শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে জকসু নির্বাচনের ফলাফল প্রজ্ঞাপন হওয়ার পর ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞাপন


স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে নূর মোহাম্মদ ৪৪৭০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ছাত্রদল সমর্থিত প্যানেলের আল শাহরিয়ার শাওন পেয়েছে ২৯১৩ ভোট। তাদের ভোটের ব্যবধান ১৫৫৭ ভোট।

প্রসঙ্গত, জকসুতে ২১ পদের মধ্যে ভিপি, জিএস, এজিএস পদ সহ ১৬ টি পদে জয়লাভ করেছেন শিবির প্যানেল। এছাড়া ছাত্রদল ৪ টি ও স্বতন্ত্র ১ পদে জয় পেয়েছে।

প্রতিনিধি/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর