শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

জুলাই গণঅভ্যুত্থানে গুম হওয়া নূর নবী হলেন মুক্তিযুদ্ধ সম্পাদক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম

শেয়ার করুন:

জুলাই গণঅভ্যুত্থানে গুম হওয়া নূর নবী হলেন মুক্তিযুদ্ধ সম্পাদক

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় গ্রেফতার ও গুম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান সমন্বয়ক নূর নবী জকসুতে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক পদে জয় পেয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে প্রকাশ হওয়া জকসু নির্বাচনের ফলাফল প্রজ্ঞাপন হওয়ার পর ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞাপন


মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক পদে ৫৪০০ ভোট পেয়ে তিনি জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ছাত্রদল সমর্থিত প্যানেলের অনিক কুমার দাস পেয়েছেন ৪৬৯৯ ভোট। তাদের মাঝে ব্যবধান ৭০১ ভোট।

জয় পাওয়ার পর নূর নবী বলেন, শিক্ষার্থীরা জুলাইয়ের প্রতি সম্মান রেখেই আমাকে তাদের মূল্যবান ভোট  দিয়ে বিজয়ী করেছে। আমি সকল শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি জুলাইয়ের চেতনাকে ধারণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাকস্বাধীনতা এবং সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার জন্য কাজ করে যাব।

নূর নবীকে জুলাই গণঅভ্যুত্থানের সময় ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ডিবি গ্রেফতার করে তিন দিন গুম করে রাখে। পরে ২২ জুলাই মামলা দায়ের করে কোর্টে হাজির করে। পরে সে ৭ আগস্ট কারাগার থেকে মুক্তি পায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৯-২০ সেশনের শিক্ষার্থী।

প্রসঙ্গত, জকসুতে ২১ পদের মধ্যে ভিপি, জিএস, এজিএস পদ সহ ১৬টি পদে জয়লাভ করেছে শিবির । এ ছাড়া ছাত্রদল ৪টি ও স্বতন্ত্র ১টি পদে জয় পেয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর