জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত ২৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে শীর্ষ তিন পদ— ভিপি, জিএস ও এজিএসে এগিয়ে রয়েছে ছাত্রশিবির ‘সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।
আজ বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সর্বশেষ ইংরেজি, মনোবিজ্ঞান ও রসায়ন বিভাগের ফলাফল ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
মোট ২৬ কেন্দ্রে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৩৩৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৩০১৩ ভোট। প্রতিদ্বন্দ্বী উভয় প্রার্থীর মধ্যে ৩৪৮ ভোট ব্যবধান রয়েছে।
এছাড়া জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ মোট ৩৪৮৯ ভোট ও ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে খাদিজাতুল কুবরা মোট ১৩৫৩ ভোট পেয়েছেন। তাছাড়া এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাসুদ রানা মোট ৩০৯৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের আতিকুর রহমান তানজিল ২৬৩৭ ভোট পেয়েছেন।
এদিকে শীর্ষ তিন পদসহ অধিকাংশ সম্পাদকীয় পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার, পরিবহন ও সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদ তিনটিতে এখনও ছাত্রদল সমর্থিত প্যানেল এগিয়ে আছে। এছাড়া নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।
জকসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে অনেকক্ষনণ স্থগিত ছিল। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে ৫ ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হয়। এখনো ১৩টি কেন্দ্রের ফল ঘোষণা বাকি রয়েছে।
বিজ্ঞাপন
ক.ম/

