বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

রাকিবের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অবস্থান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

রাকিবের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অবস্থান
ছাত্রদল সভাপতি রাকিবের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নেতাকর্মীদের অবস্থান। ছবি: সংগৃহীহত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশিত হওয়ার প্রক্রিয়া চলছে।

বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত পাশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী অবস্থান নেন।


বিজ্ঞাপন


দীর্ঘ সময়ের প্রতীক্ষার পর প্রথমবারের মতো জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশের এই মুহূর্তে ছাত্রদলের সভাপতি রাকিবের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী প্রধান ফটকের পাশে উপস্থিত ছিলেন। সকাল থেকেই বিএনপি ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাকিব বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারের বাইরে অবস্থান রাখছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী জানান, “আমরা নির্বাচনের ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। ফলাফল ঘোষণা হওয়ার পর বিজয় মিছিল নিয়ে আমরা ফিরে যাব।”

এম/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর