জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের চারুকলা অনুষদের তিন বিভাগের ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে ভিপি, জিএস ও এজিএস- এই তিনটি পদের আংশিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শীর্ষ তিন পদেই ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থীরা এগিয়ে আছেন।
ভিপি (সহ সভাপতি) পদে ছাত্রদলের প্রার্থী রাকিব উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ১০৬ ভোট। একই পদে শিবিরের প্রার্থী রিয়াজুল পেয়েছেন ২১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী গৌরব পেয়েছেন ১৮ ভোট। ছাত্রশক্তির প্রার্থী কিশোয়ার সাম্য কোনো ভোট পাননি বলে কমিশন সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
জিএস (সাধারণ সম্পাদক) পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন ফ্রন্টের প্রার্থী ইভান। তিনি পেয়েছেন ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৩৬ ভোট। শিবিরের প্রার্থী আব্দুল আলীম পেয়েছেন ১৮ ভোট। এ পদেও ছাত্রশক্তির প্রার্থী ফয়সাল মুরাদ কোনো ভোট পাননি।
এজিএস (সহ সাধারণ সম্পাদক) পদে এগিয়ে রয়েছেন ছাত্রদলের প্রার্থী তানজিল। তিনি পেয়েছেন ৮২ ভোট। ফ্রন্টের প্রার্থী মারুফ পেয়েছেন ৪২ ভোট। শিবিরের প্রার্থী মাসুদ রানা ও ছাত্রশক্তির প্রার্থী শাহীন মিয়া, দু‘জনই পেয়েছেন ১২ ভোট করে।
নির্বাচন কমিশন জানায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য কেন্দ্রের ফলাফলও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
উল্লেখ্য, জকসু নির্বাচন গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। বিকাল তিনটা ত্রিশ মিনিটে সকল ব্যালট বাক্স কেন্দ্রীয় অডিটোরিয়ামে জমা করা হয়। এখন পর্যন্ত এগারোটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এমআই

