বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ভিন্ন পদ্ধতিতে শুরু হচ্ছে জকসুর ভোটগণনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ১২:২৪ এএম

শেয়ার করুন:

ভিন্ন পদ্ধতিতে শুরু হচ্ছে জকসুর ভোটগণনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের (জকসু) ভোটগণনা মেশিনেই করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তার আগে ক্রসচেকের জন্য কিছু ভোট হাতে গণনা করে দেখা হবে বলে জানিয়েছেন জকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি।

রাত পৌনে ১২টার দিকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে তিনি বলেন, ‘আমরা ২০ মিনিট পর ভোটগণনা শুরু করব।’


বিজ্ঞাপন


কানিজ ফাতেমা বলেন, ‘আমরা সকল প্যানেলের ভিপি ও জিএস প্রার্থী, শিক্ষক সমিতি, বিভাগীয় প্রধান, ডিন, সিনেট সদস্য ও বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গে মিটিং করেছি। বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের কনফারেন্স রুমে এক মিটিংয়ে সব পক্ষের সঙ্গে বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে তিন শ ভোট হাতে গণনা করা হবে। এই ভোট দুই মেশিনে আবার গণনা করে দেখা হবে। যেই ওএমআর মেশিন হাতে গণনা করা ভোটের ফলাফলের সঙ্গে মিলবে সেই ওএমআর মেশিনে ভোট গণনা করা হবে। এভাবে আমরা মাঝেমধ্যে হাতে গণনা করে ওএমআর মেশিনে চেক করব।

মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত জকসু ও হল সংসদ নির্বাচনের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ করা হয়। তবে নির্ধারিত সময়ের পরও বেশ কয়েকটি বিভাগের কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। এসব ভোটারও ভোট দিয়েছেন। নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৫ শতাংশ।

সব কেন্দ্রের ভোট শেষ হওয়ার পর ব্যালট বাক্স আনা হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে।

মাগরিবের নামাজের পর ভোট গণনা শুরু হয়। কিন্তু কারিগরি ত্রুটির কারণে রাত সাড়ে ৯টার দিকে ভোট গণনা স্থগিত করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।


বিজ্ঞাপন


jaksu-2

নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের জন্য ২১টি পদে ১৫৭ জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

জকসু নির্বাচন কমিশনের তথ্য বলছে, নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৬৬৫ জন। এতে মোট চারটি প্যানেলে প্রার্থীরা অংশ নিচ্ছেন। সেগুলো হলো ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, বাম জোট–সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং জাতীয় ছাত্রশক্তি–সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ জবিয়ান’।

এ ছাড়া স্বতন্ত্রভাবেও নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন। নির্বাচনে ভিপি (সহসভাপতি) পদে লড়ছেন ১২ জন, জিএস (সাধারণ সম্পাদক) পদে ৯ জন আর এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে লড়ছেন ৮ জন।

বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর