বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

জকসুর ফল ঘোষণা আটকে আছে যে কারণে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৩ পিএম

শেয়ার করুন:

জকসুর ফল ঘোষণা আটকে আছে যে কারণে
কারিগরি ত্রুটির কারণে জকসু নির্বাচনের ভোট গণনা বন্ধ আছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা টেকনিক্যাল কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটে ভোট গণনা স্থগিত করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান।


বিজ্ঞাপন


তিনি বলেন, ভোট গণনার জন্য আমরা দুটি কোম্পানি থেকে মোট ছয়টি মেশিন নিয়ে এসেছি। তবে কিছুক্ষণ ধরে টেকনিক্যাল সমস্যার কারণে ভোট গণনা স্থগিত করা হয়েছে।

নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথমে নির্বাচন কমিশন একই কোম্পানি থেকে তিন সেট (৯টি) ওএমআর মেশিন ভাড়া করে। কিন্তু কমিশন তিন সেটের পরিবর্তে দুই সেট মেশিন নেয়।

jaksu-2

এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি সমর্থিত প্যানেলের এজিএস পদপ্রার্থী শাহিন মিয়া বলেন, ‘আমরা এখনো আমাদের আগের সিদ্ধান্তে অটুট। ভোট অবশ্যই মেশিনের মাধ্যমেই গণনা করতে হবে। পাশাপাশি কোন কোন কোম্পানি থেকে মেশিন ভাড়া করা হয়েছে সে বিষয়ে কমিশনকে বিস্তারিত জানাতে হবে।’


বিজ্ঞাপন


সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা শুনছি ভোট গণনার জন্য নাকি দুটি কোম্পানি থেকে মেশিন ভাড়া করা হয়েছে। এখন প্রশ্ন হলো এই মেশিনগুলো কোন কোন কোম্পানি থেকে আনা হয়েছে?’

এদিকে ফলাফল ঘোষণা বন্ধ থাকায় সব প্যানেলের ভিপি-জিএস ও এসিএস প্রার্থীদের সঙ্গে উপাচার্য বৈঠক করছেন। রাত সাড়ে ১১টা পর্যন্ত বৈঠক চলতে থাকায় সবশেষ সিদ্ধান্ত কি এখনো জানা যায়নি।

বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর