গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা অধিদফতরের নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) অধিদফতরের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য ওই নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষাটির নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিদফতরাধীন অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিক বাছাই পরীক্ষা গত ২৬ নভেম্বর সকাল ১০টায় ঢাকা মহানগরীরর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়।
অনিবার্য কারণবশত ওই পরীক্ষা বাতিল করা হলো। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।
বিজ্ঞাপন
এএইচ

