রাজধানীর চানখারপুল এলাকায় আবারও ঢাকা কলেজের একটি বাস ভাঙচুরের শিকার হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। ভাঙচুরে বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের কয়েকজন শিক্ষার্থী জড়িত বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও বাস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ঢাকা কলেজের বাসটি শিক্ষার্থীদের সাইনবোর্ড এলাকায় নামিয়ে দিয়ে ফেরার পথে ছিল। বাসটি চানখারপুল এলাকায় পৌঁছালে হঠাৎ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের কয়েকজন শিক্ষার্থী বাসটিকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
বিজ্ঞাপন
ভাঙচুরের বিষয়ে বাসচালক নুরু জানান, প্রতিদিনের রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের সাইনবোর্ডে নামিয়ে দিয়ে তারা বাসটি নিয়ে ফিরে আসছিলেন। দুপুর আনুমানিক ১২টার দিকে চানখারপুল এলাকায় পৌঁছানোর পর আকস্মিকভাবে বাস লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া শুরু হয়।
তিনি আরও জানান, ভাঙচুরের সময় বাসের ভেতরে কোনো শিক্ষার্থী উপস্থিত ছিলেন না। তবে হামলায় বাসটির চারটি কাচ ভেঙে যায় এবং এতে বাসটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
এম/এমআই

