কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) প্রতিষ্ঠাতা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং সভাপতিত্ব করেছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলায়মান বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপোশহীন নেত্রী, যে তার আদর্শ ও নীতি কখনো ছাড়েননি। তিনি দেশের জন্য, জনগণের জন্য এবং শিক্ষার প্রসারে যে অবদান রেখেছেন, তা চিরস্মরণীয়।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, বেগম খালেদা জিয়া ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় জীবন ছিল সংগ্রামের, কোনোরকম ভয়ভীতি, লোভ - লালসায় তিনি আপোশ করেননি, তিনি আপোশহীন ছিলেন, তিনি মজলুম ছিলেন, তিনি রাষ্ট্রের অভিভাবকের ভূমিকায় ছিলেন, তিনি স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে। তার নেতৃত্ব, দৃঢ়তা ও নৈতিকতা সবসময় আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
স্মরণ সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

