বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তাকিম আহমেদ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন সাইমুন ইসলাম সানি।
সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৩টায় ঢাকা কলেজ শাখার সাংগঠনিক অফিসে সদস্যদের নিয়ে এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সংগঠনটির কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
সভাপতি নির্বাচন উপলক্ষে ২০২৬ সেশনের জন্য আয়োজিত সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মোস্তাকিম আহমেদকে সভাপতি হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম। এসময় নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করানো হয়।
এর আগে নবনির্বাচিত সভাপতি মোস্তাকিম আহমেদ ২০২৫ সেশনে ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে নতুন সেক্রেটারি সাইমুন ইসলাম সানির আগে কলেজ শাখার দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মোস্তাকিম আহমেদ ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী। সাইমুন ইসলাম সানি ইংরেজি বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিজ্ঞাপন
এম/এএইচ
