জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ (জকসু) নির্বাচনে ওএমআর মেশিনে ভোট গণনায় লিখিত সম্মতির পর ১২ ঘণ্টার মধ্যে অবস্থান বদল করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে স্বাক্ষরের পরদিনই সংবাদ সম্মেলন করে তারা ম্যানুয়ালি ভোট গণনার দাবি তুলেছে।
রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনের উদ্যোগে সব প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীদের নিয়ে একটি মক ভোটের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
মক ভোট শেষে ওএমআর মেশিনে ভোট গণনার পক্ষে সবাই লিখিত মতামত দেন। সেখানে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা ও এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল উপস্থিত থেকে সম্মিলিত সিদ্ধান্তে অংশ নেন এবং তাতে স্বাক্ষর করেন।
এ বিষয়ে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন সব প্যানেলকে নিয়ে মক ভোটের আয়োজন করেছিল। সেখানে মেশিনে ভোট গণনাসহ দুটি সিদ্ধান্ত হয় এবং সবাই তাতে স্বাক্ষর করে সিদ্ধান্ত মেনে নেয়। এরপর কেউ যদি নতুন করে ম্যানুয়াল ভোট গণনার দাবি তোলে, তাহলে বুঝতে বাকি থাকে না—এর পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে।
বাম সমর্থিত ‘মাওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেলের ভিপি প্রার্থী গৌরব ভৌমিক বলেন, যেসব ব্যালটে ক্রস চিহ্নের পরিবর্তে টিক চিহ্ন দেওয়া থাকবে, সেগুলো বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ম্যানুয়ালি গণনা এবং ক্রস চিহ্নযুক্ত ব্যালট ওএমআর মেশিনে গণনার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তে সব প্যানেল লিখিতভাবে সম্মতি দিয়ে স্বাক্ষর করেছে।
ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের জিএস প্রার্থী ফয়সাল মুরাদ বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করলে ব্যালট বাক্স ছিনতাই থেকে শুরু করে ভোট কারচুপির ঝুঁকি থাকে, যা এই নির্বাচন কমিশনের পক্ষে প্রতিহত করা কঠিন। সবকিছু বিবেচনা করেই আমরা সবাই ওএমআর মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত মেনে লিখিতভাবে স্বাক্ষর করেছি। আজ যদি কেউ নতুন করে মেশিনের পরিবর্তে ম্যানুয়াল গণনার দাবি তোলে, তাহলে ধরে নিতে হবে তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে ওএমআর মেশিনে নানা ত্রুটির অভিযোগ তুলে জকসু নির্বাচনে হাতে ভোট গণনার দাবি জানিয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এ কে এম রাকিব।
তিনি বলেন, মক ভোটের সময় দুটি মেশিনের ফলাফলে সামান্য পার্থক্য দেখা গেছে। এ কারণে ওএমআর মেশিনে ভোট গণনা নিয়ে তাদের শঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা বলেন, গতকাল মক ভোটের পর লিখিত সিদ্ধান্তে তিনি স্বাক্ষর করেছিলেন। তবে পরবর্তী সময়ে মেশিন পরীক্ষার সময় ত্রুটি ধরা পড়ায় তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে ম্যানুয়াল ভোট গণনার দাবি জানিয়েছেন।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, জকসু নির্বাচনকে নিরপেক্ষ, স্বচ্ছ ও উৎসবমুখর করতে প্রশাসন সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। ওএমআর মেশিন ব্যবহার করলে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।
এম/এএইচ

