শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পিঠা উৎসব।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় শুরু হয়ে উৎসব চলছে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
বিজ্ঞাপন
উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, বাংলাদেশ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসানসহ প্রমুখ।
উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ঢাকা কলেজের শিক্ষার্থী রনি আহমেদ বলেন, ‘এটি চমৎকার একটি উদ্যোগ। স্টলগুলোতে বিভিন্ন ধরনের পিঠা রয়েছে। এমন আয়োজন খুবই কম হয়, এরকম আয়োজন আরও বেশি প্রয়োজন।’
বিজ্ঞাপন
আল আলামিন নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘শীতের সময় চাইলেও বাড়ি যাওয়া হয় না, পড়াশোনার তাগিদে ঢাকাতেই থাকতে হয়। পরিবার-পরিজন ছাড়া। এরকম পিঠা উৎসব সময়টাকে রাঙিয়ে তোলে। বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছি এবং পিঠা খেতে।’
এসএইচ/এমআই

