সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

৬ জানুয়ারি জকসু নির্বাচন নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

৬ জানুয়ারি জকসু নির্বাচন নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ভিসি ভবনের সামনে এ কর্মসূচি হয়। এতে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং ভোটার শিক্ষার্থীরা অংশ নেন। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন গত ৩০ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ৬ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
 
রোববারের কর্মসূচিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সমর্থিত মাওলানা ভাসানী বিগ্রেড প্যানেলের জিএস পদপ্রার্থী ইভান ভাহসিভ বলেন, যে নির্বাচন ৩০ ডিসেম্বর হয়ে যাওয়ার কথা ছিল, তা আজকে আমরা এসে ৬ জানুয়ারি হবে কি না এই সিদ্ধান্তহীনতায় ভুগছি। প্রশাসন বরাবরের মতোই জকসু নির্বাচন বা ছাত্র সংসদকে ভয় পায়। কারণ এই আওয়াজগুলো যখন একসঙ্গে মিলিত হবে তখন প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আসতে হবে।


বিজ্ঞাপন


ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, জকসু নির্বাচনের জন্য যে সুন্দর পরিবেশ দরকার তা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিরাজমান আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওরিড (চিন্তিত) হওয়ার মতো কোনো বিষয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘটেনি। জকসু নিয়ে আগে একটি সিন্ডিকেটের মিটিং হয়েছে। হঠাৎ করে আজকে আবার সিন্ডিকেট মিটিংয়ের কোনো প্রয়োজন পড়ে না। তারা বারবার আমাদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করছেন। আমরা এখানে আসার পরে তারা কনফার্ম করছেন যে জকসু নির্বাচন হবে।

ছাত্রশক্তি সমর্থিত নির্ভীক জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী কিশোয়ার আনজুম সাম্য বলেন, প্রশাসন যা বলছে তা সব টালবাহানার কথা। ৬ জানুয়ারি জকসু নির্বাচনের আগে যখন তারা আবার সিন্ডিকেট মিটিং বসায় তখন আমাদের মনে শঙ্কা তৈরি হয়। আবার তারা আমাদের নির্বাচন বানচাল করবেন কি না।

ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর