আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট তাকেই দেব, যারা খুনের বিচার করবে; এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনীম জুমা।
রোববার (৪ জানুয়ারি) সকালে নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
ফাতেমা তাসনীম জুমা বলেন, যারা ভোটের জন্য মুখে কুলুপ এঁটেছে তাদের জানিয়ে দিন, ভোট আমরা তাঁকেই দেব যারা সরকারে গেলে শহীদ হাদি হত্যা, জুলাই গণহত্যাসহ সকল গুম-খুনের বিচার করবে। এমনকি বিরোধী দলে গেলেও আওয়াজ জারি রাখার প্রতিশ্রুতি দিবে।
আরেক পোস্টে তিনি লিখেছেন, আমাদের বিপ্লব যাদের কারণে স্বেচ্ছা কারাবরণে আইসা ঠেকসে, যাদের জন্য জুলাইয়ের পরও জুলাই টিকাইতে গিয়ে আমার ভাইকে কবরে যাইতে হলো তাদের মাফ করব কীভাবে?
ফাতেমা তাসনীম জুমা বলেন, জুলাইয়ের সব খুনি আসামিগুলোকে ছেড়ে দিয়েছে গত ২ মাসে, আর এখন সব জুলাইয়ের ফেইসগুলো, যাদের ব্যাকাপ কম তাদের টার্গেট করে ধরা হচ্ছে।
তিনি আরও বলেন, জান দেব; জুলাই দেব না বলার লোকটা মইরা গেছে। পদে পদে টের পাবেন জুলাইরে টিকাইয়া রাখছিলো কে।
বিজ্ঞাপন
এসএইচ/এফএ

