সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

শিক্ষক নিয়োগে বড় সুসংবাদ দিল এনটিআরসিএ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম

শেয়ার করুন:

ntrca
এনটিআরসিএ। ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বড় ধরনের সুসংবাদ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ-এনটিআরসিএ। জানানো হয়েছে, শিক্ষক নিয়োগে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি শিগগিরই দেওয়া হতে পারে। 

এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন মিললে দ্রুত সময়ের মধ্যেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে এনটিআরসিএ সূত্র জানিয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি গত বৃহস্পতিবারই দেওয়া হয়েছিল। তবে গণবিজ্ঞপ্তিতে উল্লেখযোগ্য পদের সংখ্যা নিয়ে কিছু জটিলতা দেখা দেওয়ায় এনটিআরসিএ তা সংশোধন করে পুনরায় অনুমতির আবেদন করেছে। রোববার অফিস শুরুর পর এ সংক্রান্ত ফাইল পুনরায় উপস্থাপন করা হবে।

তিনি আরও বলেন, যেহেতু প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রক্রিয়া আগেই সম্পন্ন রয়েছে, সেহেতু অনুমতি দিতে বেশি সময় লাগার কথা নয়। চলতি সপ্তাহের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হয়। টেলিটকের মাধ্যমে প্রাথমিকভাবে সংগৃহীত শূন্য পদের সংখ্যা ছিল ৭২ হাজারের কিছু বেশি। এর মধ্যে স্কুল ও কলেজে ৩০ হাজার ২৭৯টি, মাদ্রাসায় ৪০ হাজার ৮৩৮টি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৯১টি শূন্য পদের তথ্য পাওয়া যায়।


বিজ্ঞাপন


পরবর্তীতে এসব শূন্য পদের তথ্যের সঠিকতা যাচাইয়ের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, মাদরাসা শিক্ষা অধিদফতর এবং কারিগরি শিক্ষা অধিদফতরে চিঠি পাঠানো হয়। যাচাই-বাছাই শেষে প্রায় ৬৮ হাজার শূন্য পদের তথ্য চূড়ান্ত করা হয়েছে। 

এসব পদের বিপরীতে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে এনটিআরসিএ।

এম/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর