চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে মোট আবেদনকারীর প্রায় ৯২ শতাংশ ভর্তিচ্ছু পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন ৮ শতাংশ।
শনিবার (৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ‘ডি’ ইউনিট ভর্তি কমিটির যুগ্ম কো-অর্ডিনেটর ও চবির সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী।
বিজ্ঞাপন
সমাজবিজ্ঞান, আইন, শিক্ষা (ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ ব্যাতীত) এবং জীববিজ্ঞান অনুষদের দুটি বিভাগ (ভূগোল ও পরিবেশ বিদ্যা এবং মনোবিদ্যা বিভাগ) নিয়ে গঠিত ‘ডি’ ইউনিটের ৮৪৯টি সাধারণ আসনের বিপরীতে আবেদন করেছিলে ৫১ হাজার ৫০৬ ভর্তিচ্ছু। পরীক্ষায় অংশ নিয়েছেন ৪৭ হাজার ৩৬২ জন। অর্থাৎ পরীক্ষায় অংশ নিয়েছেন এই ইউনিটে মোট আবেদনকারীর প্রায় ৯২ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৪৪ জন।
এদিন সকাল ১১টা ১৫ মিনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১২টা ১৫ মিনিটে। গত বছরের মতো এবারও একযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা অঞ্চল (ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কলেজসমূহ) এবং রাজশাহী অঞ্চল (রাজশাহী বিশ্ববিদ্যালয়) কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে (ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কলেজ) ২৩ হাজার ৩৭১ জন চূড়ান্ত আবেদনকারীর মধ্যে উপস্থিত ছিলেন ২১ হাজার ৭৭ জন (৯০.২০ শতাংশ)। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০ হাজার ৫৪৩ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ১৯ হাজার ২২২ জন (৯৩. ৫৭ শতাংশ)। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭ হাজার ৫৯২ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৬৯ জন (৯৩.১১ শতাংশ)।
বিজ্ঞাপন
![]()
ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী গতকাল ২ জানুয়ারি চবির ’এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরপর আগামী ৫ জানুয়ারি ’ডি-১’ উপ-ইউনিট, ৭ জানুয়ারি ‘বি-১’ উপ-ইউনিট, ৮ জানুয়ারি ‘বি-২’ উপ-ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার দিনগুলোতে শাটল ট্রেনের শিডিউল বাড়ানো হয়েছে। এ দিনগুলোতে চট্টগ্রাম নগরের বটতলী স্টেশন থেকে সকাল ৭টা, ৭টা ১৫ মিনিট, ৯টা ২০ মিনিট (ষোলশহর থেকে), ৯টা ৫০ মিনিট (ষোলশহর থেকে), দুপুর ২টা ৫০ মিনিট, ৩টা ৫০ মিনিট এবং রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে আসবে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্টেশন থেকে সকাল ৮টা ২০ মিনিট (ষোলশহর পর্যন্ত), ৮টা ২৫ মিনিট (ষোলশহর পর্যন্ত), দুপুর দেড়টা, আড়াইটা, বিকেল ৪টা, সাড়ে ৫টা ও রাত সাড়ে ৯টায় নগরের বটতলীর উদ্দেশে শাটল ট্রেনটি ছেড়ে যাবে।
প্রতিনিধি/এসএস

