বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সরকারি ছুটি ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৬

ফিচার ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬, ০১:০১ এএম

শেয়ার করুন:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৬

২০২৬ খ্রিস্টাব্দের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)। চাঁদ দেখার ওপর নির্ভরশীল ছুটিগুলোসহ আগামী শিক্ষাবর্ষে সর্বমোট ৬৪ দিন ছুটি ভোগ করতে পারবেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

২০২৫ সালে প্রাথমিক বিদ্যালয়ে মোট ছুটি ছিল ৭৬ দিন। তবে ২০২৬ সালের জন্য নির্ধারিত তালিকায় তা কমিয়ে করা হয়েছে মাত্র ৬৪ দিন। অর্থাৎ, শিক্ষার্থীদের স্কুল ক্যালেন্ডার থেকে ১২টি দিন কমে যাচ্ছে। এই কর্তনের বড় প্রভাব পড়েছে রমজানের ছুটিতে; সেখানে এক ধাক্কায় ৯ দিন কমিয়ে আনা হয়েছে।


বিজ্ঞাপন


165070_189

প্রকাশিত তালিকা পর্যালোচনা করে দেখা যায়, কয়েকটি বড় ছুটি ছাড়া বাকি সময় স্কুল থাকবে সরগরম:

রমজান ও ঈদুল ফিতর: পবিত্র রমজান, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতরসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ১৯ দিন বন্ধ থাকবে বিদ্যালয় (৮ মার্চ থেকে ২৬ মার্চ)।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ: এই দুই মিলিয়ে বরাদ্দ করা হয়েছে ১২ দিন (২৪ মে থেকে ৪ জুন)।
 
শারদীয় দুর্গাপূজা: অষ্টমী থেকে বিজয়া দশমী পর্যন্ত বরাদ্দ ৫ দিন (১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর)।


বিজ্ঞাপন


শীতকালীন অবকাশ: বছরের শেষে বড়দিন ও শীতকালীন অবকাশ মিলিয়ে থাকছে ১০ দিন (২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর)।

608170337_2166807160781496_6812985855121986688_n_(1)

শিক্ষার্থী মূল্যায়ন

ছুটির পাশাপাশি মূল্যায়নের তারিখও ঘোষণা করা হয়েছে। প্রথম প্রান্তিক মূল্যায়ন ৫ থেকে ১৫ মে, দ্বিতীয় প্রান্তিক ১৭ থেকে ২৮ আগস্ট এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ১ থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ ছাড়া বহুল আলোচিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদ দেখার ওপর ধর্মীয় উৎসবের ছুটিগুলো কিছুটা পরিবর্তন হতে পারে। এ ছাড়া প্রধান শিক্ষকের হাতে সংরক্ষিত ৩ দিনের ছুটি থানা বা উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদনক্রমে ভোগ করা যাবে।

আরও পড়ুন: সরকারি ছুটির ক্যালেন্ডার ২০২৬

বিশেষ নির্দেশনাবলী:

অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান শিক্ষকের সংরক্ষিত ৩ দিনের ছুটি থানা বা উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদনক্রমে ভোগ করা যাবে। এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ধর্মীয় উৎসবের ছুটির তারিখ পরিবর্তিত হতে পারে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর