মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খালেদা জিয়ার মৃত্যুতে কুবি সাদা দলের শোক প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কুবি
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম

শেয়ার করুন:

খালেদা জিয়ার মৃত্যুতে কুবি সাদা দলের শোক প্রকাশ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সাদা দল।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় সাদা দলের নেতৃবৃন্দ এ শোক প্রকাশ করেন। 


বিজ্ঞাপন


শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও দৃঢ়চেতা রাজনৈতিক অভিভাবককে হারাল। তাঁর এ প্রস্থান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।

শোকবার্তায় আরও বলা হয়, দেশের গণতন্ত্র ও রাজনৈতিক জীবদ্দশায় কখনো আপোশ করেননি। তিনি দেশ ও জাতির কল্যাণে আজীবন কাজ করে গেছেন। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস সংগ্রাম ও সাধনা ভবিষ্যৎ প্রজন্মকে যুগ যুগ ধরে দিক নির্দেশনা দেবে। রাজনৈতিক জীবনে বহু চড়াই উৎরাই পেরিয়ে জনগণের ভালোবাসা এবং অকুণ্ঠ সমর্থনে গৃহবধূ থেকে প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন তিনবার।

এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনসহ সাদা দলের অন্যান্য শিক্ষকবৃন্দ বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর