মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জকসু নির্বাচন আজ, ভোট দিতে ক্যাম্পাসে প্রবেশ করছেন শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম

শেয়ার করুন:

JU Vote
জকসু নির্বাচন। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫। নির্বাচনে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৩টা পর্যন্ত। ভোট দিতে ইতোমধ্যে ক্যাম্পাসে প্রবেশ করতে শুরু করছেন শিক্ষার্থীরা। 

ক্যাস্পাস ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পুলিশের পাশাপাশি রয়েছে রোভার স্কাউট ও বিএনসিসির সদস্যরা।


বিজ্ঞাপন


এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৩৬৫। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৩৯ টি কেন্দ্রে ১৭৮ টি বুথে ভোটগ্রহণ করা হবে।

নির্বাচনে মোট ২১ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৫৭ প্রার্থী এবং হল সংসদের ১৩ পদে ৩৩ প্রার্থী। হলের শিক্ষার্থীদের হল সংসদে ভোট দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সংসদের জন্য আলাদাভাবে ভোট দিতে হবে। ভোটগ্রহণ শেষে ৬ টি মেশিনে ব্যালট পেপার গণনা করা হবে। ফলাফল ঘোষণা করা হবে কেন্দ্রীয় অডিটোরিয়ামে ৩০ অথবা ৩১ ডিসেম্বর। ভোটগণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে।

উল্লেখযোগ্য, প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ ও বামপন্থী মওলানা ভাসানী ব্রিগেড প্যানেল। এছাড়া একটি আংশিক প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর