মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাকৃবিতে পানীয়জলের সক্ষমতা বাড়াতে নতুন নলকূপ স্থাপন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বাকৃবি
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম

শেয়ার করুন:

বাকৃবিতে পানীয়জলের সক্ষমতা বাড়াতে নতুন নলকূপ স্থাপন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে নতুন গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত নবনির্মিত বেগম খালেদা জিয়া হলের আশপাশের এলাকায় পানির অতিরিক্ত চাহিদা মেটানোর লক্ষ্যেই এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কার্যক্রমটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন: ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক; পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো. মোশাররফ উদ্দিন ভূঁইয়া; প্রক্টর প্রফেসর ড. মো. আব্দুল আলীম; রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন। 


বিজ্ঞাপন


ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির ডেপুটি রেজিস্ট্রার-১ ড. এ কে এম মাহবুবুর রশীদ গোলাপসহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এক কোটি আট লক্ষ টাকার কার্যাদেশের আওতায় মোট দুটি গভীর নলকূপ স্থাপন করা হবে। প্রতিটি নলকূপের গভীরতা হবে প্রায় ৪৮০ ফুট। নতুন এই প্রকল্প বাস্তবায়িত হলে ছাত্রী হলসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিদ্যমান পানীয়জলের সংকট অনেকাংশেই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর