জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শহীদ শরীফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় এবং তার আত্মত্যাগের স্মরণে ইনকিলাব মঞ্চ জবি শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জোহর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
মাহফিলে জবি শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নূর মোহাম্মদ বলেন, ‘শরীফ ওসমান বিন হাদির সংগ্রাম ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে। তিনি সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে লড়ে গেছেন। তার সেই সংগ্রামকে ধারণ করে আমরা এগিয়ে যাবো। আমরা জবিতে ইনকিলাব কালচারাল সেন্টার খোলার উদ্যোগ নিয়েছি।’
জবির কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সালাউদ্দিন বলেন, ‘আমরা এমন জানাজা না দেখলে বুঝতে পারতাম না, মানুষ ওসমান বিন হাদিকে কতটা ভালোবাসে। আমরা বিশ্বাস করি, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। তবুও আমরা আমাদের ভাইয়ের জন্য দোয়া করি।’
এসময় ইনকিলাব মঞ্চের সদস্যরাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
গত ১২ ডিসেম্বর দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। তাকে প্রথমে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে একটি অপারেশন শেষে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে।
সেদিন দুদিন চিকিৎসার পরও অবস্থার উন্নতি না হওয়ায় গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসারত অবস্থায় গত ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
পরদিন (শুক্রবার) সন্ধ্যায় দেশে আনা আসে হাদির মরদেহ। রাখা হয় হাসপাতালের হিমঘরে। শনিবার সংসদ ভবনের সামনে তার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়। ওইদিন বিকেলে তাকে শাহবাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়।
এএইচ

