মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম

শেয়ার করুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনের পর ফলাফল ঘোষণা করা হয়। এতে গড় পাস করেছেন ৮৭.০৪ শতাংশ শিক্ষার্থী।


বিজ্ঞাপন


প্রকাশিত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এবং result.nu.ac.bd-এ পাওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবারের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় সারা দেশের ৩৪৩টি কেন্দ্রে ৮৭৭টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ মোট ৪ লাখ ৪৩ হাজার ৭২৯ জন শিক্ষার্থী অংশ নেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ফলাফলে কোনো ধরনের ভুল বা অসঙ্গতি ধরা পড়লে তা সংশোধন কিংবা প্রয়োজনে সম্পূর্ণ ফলাফল বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে এই তথ্য নিশ্চিত করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর