আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের (এএফএমসি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে প্রাথমিকভাবে ১১৫ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিতদের মধ্যে পুরুষ ৩৯ জন এবং নারী ৭৬ জন। আগামী ২৮ ডিসেম্বর এসব শিক্ষার্থীকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। ভর্তি কার্যক্রম শুরু হবে ৩০ ডিসেম্বর এবং চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
বিজ্ঞাপন
রোববার (২১ ডিসেম্বর) কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মাসুদুল আলম মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ এবং লিখিত ভর্তি পরীক্ষার ফলের ভিত্তিতে নির্ধারিত শর্ত অনুযায়ী ১১৫ জন প্রার্থীকে এএফএমসি ক্যাডেট হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের তালিকা রোল নম্বরের ক্রম অনুযায়ী প্রকাশ করা হয়েছে, এটি মেধাক্রম নয়।
তালিকাভুক্ত প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী চূড়ান্ত স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার জন্য ঢাকা সেনানিবাসে অবস্থিত আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ক্যাম্পাসে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
এতে বলা হয়, চূড়ান্ত স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার জন্য প্রত্যেক প্রার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র, নম্বরপত্র ও নাগরিকত্বের সনদপত্র এবং ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ বর্ণিত সময়ে এএফএমসি ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
বিজ্ঞাপন
পশ্চাদপদ জনগোষ্ঠী এবং চাকরিরত ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সন্তানদের ক্ষেত্রে অতিরিক্ত কিছু কাগজপত্র দাখিল করতে হবে। এগুলো হল- পশ্চাদপদ জনগোষ্ঠী অর্থাৎ সকল উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট সার্কেল চিফ এবং জেলা প্রশাসক প্রদত্ত চারিত্রিক ও প্রমাণক সার্টিফিকেট, সশস্ত্র বাহিনীর ব্যক্তিদের সন্তানদের ক্ষেত্রে ইউনিট অধিনায়ক বা কোরো বা রেকর্ডস কর্তৃক সিলমোহর ও প্রতিস্বাক্ষরকৃত সনদপত্র।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থী সঠিক সনদপত্র প্রদানে ব্যর্থ হলে বা প্রদত্ত সনদপত্রের তথ্য ভুল প্রমাণিত হলে তার ফলাফল ভর্তি বাতিল বলে গণ্য হবে। স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আগামী ৩০ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারির মধ্যে ভর্তি কার্যকৃত সম্পন্ন করতে হবে। এরপর কোনো প্রার্থীকে ভর্তির জন্য গণ্য করা হবে না। ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
এতে বলা হয়, প্রথম নির্বাচিত তালিকায় ভর্তি কার্যক্রম শেষে আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তী তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষার ফলাফল আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটেও পাওয়া যাবে। এছাড়া প্রত্যেক প্রার্থী তার ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইটে দেখতে পারবেন।
এছাড়া আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম শেষে পাঁচটি আর্মি মেডিকেল কলেজ ও নেভি মেডিকেল কলেজের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
এসএইচ/এএইচ

