জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ব্যালট নম্বর আজ প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এসব প্রার্থীর ব্যালট নম্বর প্রকাশ করবে নির্বাচন কমিশন। কমিশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৫৭ জন প্রার্থী।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশন জানিয়েছে, কিছু অতিরিক্ত প্রশাসনিক কাজের কারণে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশে কিছুটা সময় লেগেছে। বুধবার ১৫৭ জনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। আজ সেই তালিকাভুক্ত প্রার্থীদের ব্যালট নম্বর প্রদান করা হবে। এর আগে বুধবার রাতে নির্বাচন কমিশন সংশোধিত ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে।
চূড়ান্ত তালিকা অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে লড়ছেন ১২ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন ৮ জন প্রার্থী। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন করে। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৫ জন এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৫ জন প্রার্থী রয়েছেন।
এছাড়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ৮ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৭ জন, ক্রীড়া সম্পাদক পদে ৮ জন এবং পরিবহন সম্পাদক পদে ৪ জন প্রার্থী লড়ছেন। সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে রয়েছেন ১০ জন, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ৬ জন এবং নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বোচ্চ ৫৭ জন প্রার্থী।
বিজ্ঞাপন
এবার জকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭২৫ জন। নির্বাচন কমিশন ইতোমধ্যে সংশোধিত নতুন তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে ১৫ ডিসেম্বর থেকে, যা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ ও ভোট গণনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কমিশন।
এম/এমআই

