ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িতরা গ্রেফতার না হলে অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শিক্ষা ভবনের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেন তিনি।
বিজ্ঞাপন
এর আগে হাদীর উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ডাকসুর সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, টিএসসি, দোয়েল চত্বর, হাইকোর্ট মোড় ঘুরে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের দিকে আসে। এসময় দোয়েল চত্বর ও হাইকোর্ট মোড়ে পুলিশের দুটি ব্যারিকেড ভেঙে আসে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতারা।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, হাদির ওপর হামলাকারীদের অতিদ্রুত গ্রেফতার করতে হবে। আওয়ামী লীগ ও ভারতের চক্রান্ত বাংলাদেশে চলবে না। আওয়ামী লীগকে পরাজিত করেছে ছাত্রসমাজ। এই মুহূর্তে বাংলাদেশে পতিত শক্তি আওয়ামী লীগ। আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে ছাত্রসমাজ বসে থাকবে না।
তিনি বলেন, হাদির ওপর হামলাকারীদের এখনও গ্রেফতার করতে পারেনি সরকার। অতিদ্রুত গ্রেফতার করা না হলে এই সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন শুরু করা হবে।
এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।
বিজ্ঞাপন
এসময় ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘খুনী লীগের আস্তানা, এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
এসএইচ/এএস

