বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আন্তঃকলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় নটরডেম কলেজকে ৩-০ ব্যালটে হারিয়ে বিজয় অর্জন করেছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস)।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর রামপুরায় টেলিভিশনটির প্রধান কার্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
প্রতিযোগিতার বিষয় ছিল, ‘ভিনদেশি সংস্কৃতির বহুল উত্থানই দেশীয় সংস্কৃতির বিপন্ন হওয়ার মূল কারণ’। নটরডেম কলেজ বিষয়ের পক্ষে এবং ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি বিষয়ের বিপক্ষে বিতর্ক করেছে। এতে বিজয়ী হয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
ঢাকা কলেজ থেকে তিন বিতার্কিক ছিলেন– ওয়ালিদ হাসান রাহীম, ফাহিম মুনতাসির নাবিল ও মাহমুদুল হাসান মাহী। এরমধ্যে ওয়ালীদ হাসান রাহীম ৩-০ ব্যালটে শ্রেষ্ঠ বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করেছেন।
ডিসিডিএসের বিতার্কিক অয়ালিদ হাসান রাহীম বলেন, আমি স্কুল জীবন থেকেই বিতর্ক করি। তখন শুধু মনে মনে ভাবতাম জীবনে কখনো বিটিভিতে গিয়ে পারবো কিনা। আজ সেই স্বপ্ন পূর্ণতা পেল। শ্রেষ্ঠ বিতার্কিক হওয়াটা আমার কল্পনাতীত বিষয় ছিল। আমরা বিজয়ী হয়েছি। এই সুন্দর মুহূর্তটি ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এবং ঢাকা কলেজের সকলকে উৎসর্গ করছি।
এসএইচ/এএস

