বিশেষ বৃত্তি নীতিমালায় সংযোজিত অযৌক্তিক শর্তগুলোর সংশোধন ও পুনর্বিন্যাসের দাবিসহ তিন দফা দাবি জানিয়েছেন আসসুন্নাহর মেধাবী প্রকল্পের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। একইসঙ্গে আগামী সোমবার (১৫ ডিসেম্বর) ভিসি ভবন ঘেরাও কর্মসূচি দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে এই হুঁশিয়ারি দেন ইসলামিক স্টাডিজ বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী বখতিয়ার ইসলাম।
এই শিক্ষার্থী সংবাদ সম্মেলনে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত আবাসন বৃত্তি নীতিমালায় বেশ কয়েকটি অযৌক্তিক শর্ত যুক্ত করা হয়েছে। শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং সমান সুযোগ-সুবিধার লক্ষ্য নিয়ে প্রণীত নীতিমালায় এসব শর্ত আর্থসামাজিক বাস্তবতা, শিক্ষার সমান অধিকারের নীতি এবং বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তিমূলক চর্চার সঙ্গে সাংঘর্ষিক।
বখতিয়ার বলেন, ‘১০ ডিসেম্বর আমরা প্রতিবাদ সমাবেশ করি এবং ভিসি মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করি। কিন্তু তাঁর কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাইনি। এরপর আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেই। এর মধ্যে নীতিমালা সংশোধন না হলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব—সেটাও জানিয়ে দেই। প্রশাসনকে তার দায়িত্ব স্মরণ করিয়ে দিতেই আজকের এই সংবাদ সম্মেলন।’
যমুনার ঘটনার পুনরাবৃত্তি চাই না উল্লেখ করে বখতিয়ার ইসলাম বলেন, ‘আমাদের সঙ্গে টালবাহানা করা হলে যেভাবে আমরা যমুনাকে বাসভবনে পরিণত করেছিলাম, প্রয়োজনে ভিসি ভবনকেও সেভাবে আমাদের বাসভবনে পরিণত করতে বাধ্য হব।’
তাদের দাবিগুলো হলো- আস সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত মেধাবী প্রজেক্টে অবস্থানরত শিক্ষার্থীদেরকে সাধারণ শিক্ষার্থীর মতো আবাসন বৃত্তি নীতিমালায় অন্তর্ভুক্ত করা; আবাসন বৃত্তিকে মেধাভিত্তিক না করে ‘প্রয়োজনভিত্তিক’ রাখার লক্ষ্যে সিলেকশন মানদণ্ডে আরোপিত ৭০ শতাংশ উপস্থিতি ও সিজিপিএ-নির্ভর শর্ত বাতিল করা; রি-অ্যাডমিশন সংক্রান্ত শর্ত সম্পূর্ণরূপে বাতিল করা
এর আগে বুধবার বিশেষ শিক্ষার্থীদের জন্য আসসুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মেধাবী প্রকল্পের সব শিক্ষার্থীদের আবাসন বৃত্তি থেকে বঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করে আসসুন্নাহ মেধাবী প্রকল্পের শিক্ষার্থীরা।
প্রতিনিধি/ক.ম

