ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে এক গোপন সমাবেশের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় আওয়ামীপন্থী নীল দলের শিক্ষক অধ্যাপক আ.ক.ম. জামাল উদ্দীন ও অধ্যাপক জিনাত হুদাকে ধাওয়া দেওয়া হয়। পরে তারা ক্যাম্পাস ছাড়েন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শী শিক্ষার্থীদের বর্ণনায়, আ.ক.ম. জামাল উদ্দীন, জিনাত হুদাসহ কয়েকজন শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদে একটি গোপন সমাবেশ করছিলেন বলে খবর পেয়ে শিক্ষার্থীরা ভবনের সামনে জড়ো হন। দুপুর ১টার দিকে ভবন থেকে বের হওয়ার সময় ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরের নেতৃত্বে অধ্যাপক জামাল উদ্দীনকে ধাওয়া দেওয়া হয়। তিনি দৌড়ে ভবনের নিচে রাস্তায় চলে গেলে শিক্ষার্থীরা তার পিছু নেন। এরপর জামাল উদ্দীন ও জিনাত হুদা একটি প্রাইভেট কারযোগে ক্যাম্পাস ত্যাগ করেন।
এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে এবি জুবায়ের লিখেন, ‘স্বঘোষিত রাজাকারের বাচ্চাগুলোরে ধইরা ধইরা ব্রাশ ফায়ার দিতে হবে’ বলা আওয়ামী লীগের কুলাঙ্গার শিক্ষক আ ক ম জামাল, নীল দলের পোস্টেড নেতা জিনাত হুদাসহ পাঁচজন ফ্যাসিস্টের দোসর শিক্ষক আজকে ক্যাম্পাসে এসে গোপন মিটিংয়ে যুক্ত হয়েছিল। খবর পেয়ে আমরা তাদেরকে পাকড়াও করে পুলিশে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আনফরচুনেটলি আগে থেকে প্রস্তুত করে রাখা গাড়িতে উঠে পালিয়ে যায় কুলাঙ্গারগুলো!
বিজ্ঞাপন
জুবায়ের বলেন, এরা চিহ্নিত খুনিদের দোসর। বিভাগের শিক্ষার্থীরা এদের ক্লাস-পরীক্ষা সব বয়কট করেছে। তারপরও এরা ক্যাম্পাসে প্রবেশ করার সাহস কীভাবে পায়! প্রশাসনকে আরো তৎপর হতে হবে। খুনিদের সঙ্গে কোনো সহাবস্থানের সুযোগ নেই। সবগুলোকে বিচারের আওতায় আনতে হবে শিগগির।
এম/ক.ম

