হৃদয়ে সমস্যাজনিত জটিলতা নিয়ে গেল শনিবার (৬ ডিসেম্বর) থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন দুই বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। নতুন খবর হচ্ছে, হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করে দুটি স্টেন্ট বসানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, হার্টে ব্লক ধরা পড়েছে নচিকেতার। ফলে তাঁর হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করে দুটি স্টেন্ট বসানো হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, টানা কনসার্টের ফলে অতিরিক্ত পরিশ্রম থেকে সম্ভবত তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
বিজ্ঞাপন
এআজ সোমবার গায়কের ছোটভাই আর্যদেব ভট্টাচার্য বলেন, ‘বিকেলের দিকে হয়তো জেনারেল বেডে নিয়ে আসা হবে দাদাকে।’
তিনি জানান, নচিকেতা সবার সঙ্গে কথা বলছেন, বই পড়ছেন। নিজের মুখে খাবারও খেয়েছেন। হাসতে হাসতে আর্যদেব বলেন, ‘দাদা তো এখনই গানের অনুষ্ঠানে ফিরতে চাইছেন। যদিও চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত বিশ্রামে থাকতে হবে তাঁকে।’
আর্যদেব আরও জানান, সব ঠিক থাকলে বুধ কিংবা বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন নচিকেতা।

