রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শাহবাগ ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ পিএম

শেয়ার করুন:

student
শাহবাগ ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীর। ছবি: ঢাকা মেইল

প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেল বাতিলের দাবিতে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আজ রোববার (৭ ডিসেম্বর) সকালে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। স্কুলিং মডেলের ভিত্তিতে প্রকাশিত অধ্যাদেশের খসড়া ও শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক নথিকে কেন্দ্র করে অনিশ্চয়তা তৈরি হয়েছে দাবি করে তারা এ কর্মসূচি পালন করেন।

রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হয়ে সড়কে বসে পড়েন। প্রায় ৪৫ মিনিট অবস্থানের পর তারা অবরোধ তুলে নিলে শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে থাকে।


বিজ্ঞাপন


এর আগে সকাল ১১টার পর ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। পরে সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে পৌঁছে অবরোধে যোগ দেন। সকাল ১০টা থেকেই শিক্ষার্থীরা স্কুলিং মডেল বাতিল এবং উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের স্বতন্ত্রতা বজায় রাখার দাবিতে বিক্ষোভ করছিলেন।

৬ ডিসেম্বর সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাষ্ট্রপতির পক্ষ থেকে দ্রুত সময়ে অধ্যাদেশ জারির দাবি জানাতে আজ বেলা ১১টায় শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সাবের আহমেদ বলেন, ‘সাত কলেজের দীর্ঘদিনের শিক্ষাব্যবস্থার সংকট—ক্লাসরুম ঘাটতি, ল্যাব সংকট, ক্লাস না হওয়া, খাতা মূল্যায়নের অসঙ্গতি—শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে ফেলেছে। তার মতে, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হলেও একটি মহল শুরু থেকেই এর বিরোধিতা করছে, ফলে শিক্ষার্থীরা বারবার অনিশ্চয়তায় পড়ছেন।’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘অধ্যাদেশ দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও এখনো তা প্রদান করা হয়নি।’

এম/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর