মো. হাসিবুর রহমান সাকিবকে সভাপতি ও ইমরান হোসেনকে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের (বাদাবন) আংশিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাধারণ সভার মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।
ঢাকাস্থ বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে মো. হাসিবুর রহমান সাকিব ও মো. ইমরান হোসেনের উদ্যোগে ঢাকাস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের বাগেরহাট ছাত্রকল্যাণের দায়িত্বশীলদের সঙ্গে নিয়ে গত ৯ মে সর্বপ্রথম এবং পরবর্তীতে ২৩ জুলাই, ১ আগস্ট ও ৮ আগস্ট একাধিক সভা সম্পন্ন হওয়ার পর শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাধারণ সভায় সবার সম্মতিতে আগামী ছয় মাসের জন্য কমিটি গঠন করা হয়।
বিজ্ঞাপন
কমিটিতে পদপ্রাপ্ত অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি পিয়াস হাওলাদার, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, মিলন হাসান স্বাধীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাব হাসান ইমন, সরোজ ঢালী, মো. আমানুল্লাহ (তিতুমীর কলেজ), সাংগঠনিক সম্পাদক জয় বিশ্বাস (ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে), অনিক কুমার দাস (জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে), মো. হেলাল শেখ (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে), মো. বায়জিদ বোস্তামি (জাতীয় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে), মো. ফেরদাউস হোসেন (ঢাকা কলেজের দায়িত্বে), মোল্লা জুলকারনাইন নুহু (তিতুমীর কলেজের দায়িত্বে), মাহমুদ হাসান ফয়সাল (বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে), হুমায়ুন কবির (বাঙলা কলেজের দায়িত্বে), কামরান হামিদ ফয়সাল (কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের দায়িত্বে), দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত ও প্রচার সম্পাদক সাব্বির হাওলাদার।
কমিটির নবনির্বাচিত সভাপতি হাসিব বলেন, বাগেরহাটের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে আমাদের প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা ঢাকায় অবস্থানরত জেলার সব শিক্ষার্থীর মাঝে সুদৃঢ় মেলবন্ধন গড়ে তুলতে চাই।
বিজ্ঞাপন
ইএইচ/ক.ম/

