রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দিয়েছে দ্যা স্কলারস ফোরাম নামে একটি সংগঠন। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের চেয়ারম্যান মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোয়াজ্জেম হোসেন। উদ্বোধন ঘোষণা করেন দ্যা স্কলারস পরিচালক হেলাল উদ্দিন রুবেল। সঞ্চালক ছিলেন সদস্য সচিব দেলোয়ার হোসেন।
বিজ্ঞাপন
প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের এই স্কলারসরাই আগামী দিনের কর্ণধার। তাদের মাধ্যমেই দেশ নেতৃত্বে অগ্রসর হবে।
বিশেষ অতিথি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. গোলাম রহমান ভূঁইয়া অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানের প্রতি দায়িত্বশীল হোন, সঠিক দিকনির্দেশনা দিন—তাহলেই তারা মানুষ হয়ে উঠবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডা. মোয়াজ্জেম হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করো এবং সে অনুযায়ী কাজ করে এগিয়ে যাও। তিনি মোবাইল ফোন ব্যবহারে সতর্ক থাকা এবং সময়ের সঠিক ব্যবহারে শিক্ষার্থীদের প্রতি উপদেশ দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফোরামের ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন, উপদেষ্টা আজিজুর রহমান আজাদসহ অন্যান্য অতিথিরা।
এছাড়া আরো ছিলেন দ্যা স্কলারস ফোরাম ঢাকার সাবেক পরিচালক এ্যাডভোকেট শাফিউল আলম, নির্বাহী পরিচালক ইউসুফ সাবের । তারা শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ, সময়ের সঠিক ব্যবহার এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে পরামর্শ দেন।
আয়োজকরা বলেন, এই সংবর্ধনা ও বৃত্তি শিক্ষার্থীদের নতুন অনুপ্রেরণা জোগাবে এবং দেশের অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত করবে। দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে আরও বেশি অঙ্গীকারবদ্ধ হবে বলে আয়োজকরা প্রত্যাশা করেন।
এমআর/ক.ম

