শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তুচ্ছ ঘটনায় মেঘলার ১২ বাস আটকে দিল ঢাকা কলেজ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

তুচ্ছ ঘটনায় মেঘলার ১২ বাস আটকে দিল ঢাকা কলেজ শিক্ষার্থীরা
তুচ্ছ ঘটনায় মেঘলার ১২ বাস আটকে দিল ঢাকা কলেজ শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

কথাকাটাকাটি ও ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে আহত করার ঘটনাকে কেন্দ্র করে ১২টি বাস আটক করেছে কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের শিক্ষার্থীরা মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানির ১২টি বাস আটক করে কলেজের নায়েমের গলিতে নিয়ে আসে।


বিজ্ঞাপন


জানা গেছে, আহত শিক্ষার্থীর নাম মাহবুব হোসেন। তিনি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল দুপুর ১২টার দিকে কলেজের এক শিক্ষার্থী তার বাসায় যাওয়ার জন্য মেঘলা বাসে উঠে। একসময় বাসের এক যাত্রীর সাথে হেল্পারের ঝগড়া লাগে। তখন সে তাদের ঝগড়া থামাতে এগিয়ে যায়।

পরবর্তীতে হেল্পারের সাথে তার কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে হেল্পার তাকে ধাক্কা দেয় যার ফলে দরজার সাথে পা লেগে তার পা কেটে যায় এবং ৪০টি সেলাই লাগে। ডক্তার বলেছে, ওই শিক্ষার্থী প্যারালাইজডও হয়ে যেতে পারে। 

এ বিষয়ে নিউমার্কেট থানার এস আই সৈয়দ আব্দুস সাত্তার বলেন, কলেজের বিজ্ঞান বিভাগের এক ছাত্র তারাপুর থেকে আসার সময় হেল্পারের সাথে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয় এবং সেই শিক্ষার্থীর ডান পা কেটে যায়। 


বিজ্ঞাপন


তিনি বলেন, ওসি স্যারকে বিষয়টি জানিয়েছি। তিনি এসে কলেজের প্রিন্সিপাল ও মালিকপক্ষের সাথে বসে সমস্যার সমাধান করবেন।

এসএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর