রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম

শেয়ার করুন:

T
প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করছেন একজন শিক্ষক। ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে। এ লক্ষ্যে লিখিত পরীক্ষার আসনবিন্যাস চূড়ান্ত করতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

অধিদফতর সূত্র জানায়, গত ৫ নভেম্বর প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ১০ হাজার ২১৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরই মধ্যে এ ধাপে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এতে আবেদন করেছেন ৭ লাখ ৪৫ হাজার ৯২৯ জন প্রার্থী।


বিজ্ঞাপন


প্রাথমিক শিক্ষা অধিদফতরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, প্রথম ধাপের পরীক্ষা ২ অথবা ৩ জানুয়ারি (শুক্রবার বা শনিবার) অনুষ্ঠিত হতে পারে। এ দুটি তারিখ ধরে প্রস্তুতি নিচ্ছে অধিদফতর।

এএসএল/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর