মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকা-আইডিয়ালের ‘শান্তি চুক্তি’, আসেনি সিটি কলেজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম

শেয়ার করুন:

ঢাকা-আইডিয়ালের ‘শান্তি চুক্তি’, আসেনি সিটি কলেজ
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তি চুক্তি’ সম্পন্ন। ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় অবস্থিত ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষের অবসান ঘটাতে উদ্যোগ নিয়েছে পুলিশ।

এর অংশ হিসেবে রোববার (৯ নভেম্বর) ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ‘শান্তি চুক্তি’ সম্পন্ন হয়। 


বিজ্ঞাপন


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হকের উদ্যোগে বেলা পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। এতে দুই কলেজের দুই শতাধিক শিক্ষার্থী ছাড়াও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেযওয়ানুল হকসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় এবং পরস্পর আলিঙ্গন করে সৌহার্দ্যের বার্তা দেয়। পরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের আনা মিষ্টি খাওয়ানো হয় ঢাকা কলেজের শিক্ষার্থীদের। তবে অনুষ্ঠানে সিটি কলেজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না।

ওসি এ কে এম মাহফুজুল হক বলেন, কলেজগুলোর মধ্যে বারবার সংঘর্ষের কারণে শিক্ষার্থীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তেমনই এলাকার পরিবেশও ক্ষুণ্ন হচ্ছিল। তাদের সঙ্গে কথা বলে দেখলাম, সবাই শান্তি চায়। তাই এই আয়োজন। আশা করছি, এই মেলবন্ধন টিকে থাকবে।

এএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর