মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

ডিগ্রি শিক্ষক নিয়োগের চাহিদা দিতে হবে এনটিআরসিএতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২২, ১০:০৫ এএম

শেয়ার করুন:

ডিগ্রি শিক্ষক নিয়োগের চাহিদা দিতে হবে এনটিআরসিএতে
ফাইল ছবি

বেসরকারি কলেজে ডিগ্রিস্তরে শিক্ষক নিয়োগের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে প্রেরণ করতে হবে চাহিদাপত্র। জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষরা চাহিদা দিতে পারবেন।

রোববার (৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রন্ত নির্দেশনা জারি করা হয়েছে। 


বিজ্ঞাপন


শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখার উপ-সচিব সোনা মনি চাকমা স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি শিক্ষকদের এমপিওভুক্তি, ডিগ্রি তৃতীয় শিক্ষক নিয়োগসহ বেশ কিছু বিষয়ে মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনাকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন আইন ২০০৫ এর ১০ ধারা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণীত শিক্ষাপ্রতিষ্ঠান অধিভুক্তির রেগুলেশন ২০১৯ অনুযায়ী এনটিআরসিএর মাধ্যমে নিবন্ধন ছাড়া কোনো শিক্ষক নিয়োগ দেওয়া যায় না। তাই সভায় সিদ্ধান্ত হয় যে, ডিগ্রিস্তরে এনটিআরসিএর নিবন্ধনধারী শিক্ষক নিয়োগের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষকের চাহিদা দিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, গত ১ মার্চ অনুষ্ঠিত এই সভার সিদ্ধান্তে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সম্মতি রয়েছে।

এসএএস/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর