মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ঢাকা

ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল জানা যাবে আজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২২, ০৮:১০ এএম

শেয়ার করুন:

ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল জানা যাবে আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ সোমবার (৪ জুলাই)।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে রোববার (৩ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ জুলাই সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এই ফল প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

এর আগে, ৩ জুন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ২৯ হাজার ৯৯৭ পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ২৮৯ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ১৪ দশমিক ৩০ শতাংশ। আর ফেলের হার ৮৫ দশমিক ৭০ শতাংশ।

গত ২৭ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়। সেখানে পাসের হার ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ।


বিজ্ঞাপন


/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর