মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ঢাকা

এসএসসির পরীক্ষা কেন্দ্রে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

SSC
এসএসসি পরীক্ষা। ফাইল ছবি

এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে। সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করতে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া অন্য সবার প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

বুধবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। 


বিজ্ঞাপন


ডিএমপির মিডিয়া বিভাগ জানিয়েছে, আগামীকাল (৬ নভেম্বর) ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেহেতু কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সে জন্য কেন্দ্রগুলো ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

এই আদেশ আগামী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত বলবৎ থাকবে।

এমআইকে/এএইচ  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর