শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ঢাকা

ঢাবির ভর্তি পরীক্ষা: শর্তের বেড়াজালে আটকা বিজ্ঞানের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম

শেয়ার করুন:

du
ঢাবিতে ভর্তি পরীক্ষা। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৮ নভেম্বর। 

তবে এবার ভর্তি পরীক্ষার ঐচ্ছিক বিষয়ের শর্তের বেড়াজালে অনেক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঢাবির ব্যবসা শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারছে না। নতুন একটি শর্ত যুক্ত করায় কয়েক হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। 


বিজ্ঞাপন


ভর্তিচ্ছুরা জানান, আগের বছরের চেয়ে এবার নতুন ঐচ্ছিক বিষয়ের শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তাই এই সমস্যার সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান এমন অযৌক্তিক সিদ্ধান্ত নিতে পারে না। 

ঢাবির ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০০ নম্বরের গণিত (আবশ্যিক/ঐচ্ছিক) বিষয়টি অবশ্যই থাকতে হবে এবং ওই বিষয়ে গ্রেড পয়েন্ট ন্যূনতম ৩ দশমিক ৫ পয়েন্ট থাকতে হবে।

তবে বিজ্ঞান বিভাগের কয়েক হাজার শিক্ষার্থীর ঐচ্ছিক বিষয় হিসেবে পরিসংখ্যান থাকে। আগের বছরগুলোতে যাদের পরিসংখ্যান ঐচ্ছিক বিষয় থাকত তারাও পরীক্ষা দিতে পারত। কিন্তু এবার শুধু গণিত ঐচ্ছিক বিষয়ের শর্তে থাকায় পরিসংখ্যান নেওয়া শিক্ষার্থীরা পরীক্ষা থেকে বঞ্চিত হবে।


বিজ্ঞাপন


ঢাকার একটি বেসরকারি কলেজ থেকে পাস করেছেন তাহসিন রহমান। তিনি বলেন, ‘গণিতে কিছুটা ভয় থাকায় আমি পরিসংখ্যান নিয়েছিলাম। এখন দেখি ঢাবির একটা ইউনিটে পরীক্ষা দিতে পারতেছি না। আগে এমন শর্ত ছিল না।’ 

তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা শিক্ষাপ্রতিষ্ঠান এমন অযৌক্তিক সিদ্ধান্ত নিতে পারে না। ভর্তি পরীক্ষায় বসার সুযোগ না পেলে আমরা নিজের যোগ্যতার প্রমাণ দেব কোথায়? দ্রুতই এই শর্ত শিথিল করার দাবি জানাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. মাহমুদ ওসমান ইমামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। 

এএসএল/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর