রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ঢাকা

এমপিওভুক্ত শিক্ষকদের অক্টোবর মাসের বেতনের আদেশ জারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

T
শ্রেণিকক্ষে পাঠদানে ব্যস্ত একজন শিক্ষক। ফাইল ছবি

পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। 

মঙ্গলবার (৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


বিজ্ঞাপন


এর আগে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় অনুমোদনের পর জিও জারি হলো।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯ হাজার ৮২৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-১৭ হাজার ২০৩ ও কলেজ-২ হাজার ৬২২) মোট ৩ লাখ ৭৫ হাজার ৬৮৯ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কর্মরত। ফলে অক্টোবর মাসের প্রথম ধাপের বেতন-ভাতা ইএফটি বাবদ মোট ১ হাজার ৫৪ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ১৭০ টাকা হিসাব বিবরণী ইএমআইএস সেল থেকে পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে মূল বেতন, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও বিশেষ সুবিধা।

এর আগে গত অক্টোবর মাসের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও বিল গত ২৭ অক্টোবরের মধ্যে অনলাইনে সাবমিট করার নির্দেশনা দেওয়া হয়েছিল। 


বিজ্ঞাপন


বলা হয়েছিল, ইএমআইএস সেলে বিল সাবমিট করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের। শিক্ষক-কর্মচারীর এমপিওর টাকা ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

সেই নির্দেশনায় আরও বলা হয়েছিল, ভুল তথ্যের কারণে এমপিওর টাকা ইএফটিতে পাঠানো না হলে তার দ্বায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।

এএসএল/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর