সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ঢাকা

এমপিওভুক্ত হচ্ছে হাজারের বেশি ইবতেদায়ি মাদরাসা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০৭:১৪ এএম

শেয়ার করুন:

এমপিওভুক্ত হচ্ছে হাজারের বেশি ইবতেদায়ি মাদরাসা
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে তিন সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করছেন শিক্ষকরা।

শর্তসাপেক্ষে অনুদানপ্রাপ্ত এক হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষরও করেছেন। আগামী সপ্তাহের শুরুতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

সোমবার (৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


বিদেশ সফরে থাকা শিক্ষা উপদেষ্টা দেশে ফিরলে আগামী সপ্তাহে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

 শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (মাদরাসা অনুবিভাগ) এস এম মাসুদুল হক বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির ফাইলে সই করা হয়েছে বলে জেনেছি। প্রধান উপদেষ্টার দফতর থেকে ফাইল শিক্ষা উপদেষ্টার দফতরে যাবে। এরপর তা আমাদের কাছে আসবে।

তিনি আরও বলেন, শিক্ষা উপদেষ্টা বর্তমানে দেশের বাইরে আছেন। ৭ নভেম্বর তিনি দেশে আসবেন। প্রধান উপদেষ্টার দফতর থেকে ফাইল আসার পর আমরা দ্রুত প্রজ্ঞাপন জারি করার চেষ্টা করব।

এএসএল/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর