শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

শিক্ষককে জুতার মালা, মাউশির তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২২, ০৭:১৩ পিএম

শেয়ার করুন:

শিক্ষককে জুতার মালা, মাউশির তদন্ত শুরু

নড়াইলে পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত ও কলেজে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। দুই/তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে জানিয়েছে মাউশি।

রোববার (০৩ জুন) বিকেলে মাউশির বেসরকারি কলেজ শাখার উপপরিচালক মো. এনামুল হক হাওলাদার বলেন, ‘নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে অপদস্ত করার ন্যাক্কারজনক ঘটনায় মাউশির খুলনা অঞ্চলের পরিচালক অধ্যাপক শেখ হারুনুর রশিদের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত দল আজ থেকে সরেজমিন তদন্ত শুরু করেছে।’


বিজ্ঞাপন


কবে নাগাদ তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘আশা করছি দুই/তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আমাদের হাতে আসবে। এরপর আমরা তদন্ত প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’ 

এর আগে গত ২৯ জুন গঠিত তদন্ত কমিটিতে মাউশির খুলনা অঞ্চলের পরিচালক অধ্যাপক শেখ হারুনুর রশিদের নেতৃত্বে আছেন উপপরিচালক (কলেজ) এস কে মোস্তাফিজুর রহমান ও সহকারি পরিচালক (কলেজ) মো. নিজামুল ইসলাম। 

তদন্তের অগ্রগতি জানতে চাইলে মাউশির খুলনা অঞ্চলের পরিচালক অধ্যাপক শেখ হারুনুর রশিদ বলেন, ‘আমরা আজ থেকে তদন্তের কাজ শুরু করেছি। ভুক্তভোগী ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস ওই দিনের ঘটনার বিস্তারিত আমাদের জানিয়েছে। এছাড়া এ ঘটনায় সংশ্লিষ্ট আরও বেশ কয়েকজনের সঙ্গেও কথা বলেছি।’

এসএএস/ একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর