স্বীকৃতি প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষকরা।
আজ শনিবার (২ নভেম্বর) সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হয়।
বিজ্ঞাপন
দুপুর গড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শিক্ষকদের উপস্থিতি। আন্দোলনরত শিক্ষকরা জানায়, আমরা জাতি গঠনে অবদান রাখছি। কিন্তু সরকার আমাদের বারবার প্রতিশ্রুতি দিয়েও আমাদের প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করছে না। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা মানবেতর জীবনযাপন করছি। কেউ দেখার নেই।
শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে স্বীকৃতি পেলেও তাদের প্রতিষ্ঠানগুলো এখনও এমপিওভুক্ত হয়নি। ফলে শিক্ষক-কর্মচারীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থেকে মানবেতর জীবনযাপন করছেন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, অথচ সেই শিক্ষকদের জীবন আজ অনিশ্চয়তার মধ্যে। অবিলম্বে স্বীকৃত প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।
শিক্ষকরা আরও ঘোষণা দেন, দ্রুত দাবি না মানলে তারা অনির্দিষ্টকালের কর্মসূচির পথে যাবেন।
বিজ্ঞাপন
সম্মিলিত নন-এমপিও ঐক্যপরিষদের আহ্বায়ক মোহাম্মদ মোবারক হোসেন বলেন, সারাদেশে দুই সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা সরকারের সকল শর্ত পূরণ করেছে। নিজ প্রতিষ্ঠানের নামে বোর্ড পরীক্ষা দিচ্ছে। ভালো ফলাফল আমরা জাতিকে উপহার দিচ্ছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমাদের দিকে সরকারের কোনো নজর নেই। আমাদেরকে এর আগে আশ্বাস দিয়েছে। কিন্তু তা বাস্তবায়নের আর কোনো খবর নেই।
তিনি আফসোস করে বলেন, আমরাও তো মানুষ। দেশের নাগরিক। কিন্তু এক দেশের দুই নীতি এটা সহ্য করার মতো নয়। এবার আমরা দাবি আদায়ে মাঠে নেমেছি। দাবিপূরণ না হলে লাগাতার কর্মসূচি চলবে। আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছি। দাবি আদায় করেই ছাড়ব।
এমআর/এফএ

