জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ছাত্রদল। তবে নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছে ইসলামী ছাত্রশিবির।
রবিবার (২ নভেম্বর) সকালে উপাচার্যের কনফারেন্স রুমে জকসু নির্বাচন ২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেয় বিভিন্ন সক্রিয় ছাত্র সংগঠন। সভায় ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘ডাকসু, জাকসু, চাকসু বা রাকসুর নির্বাচনের আগে অন্তত দুই থেকে চার মাস সময় পাওয়া গেছে। অথচ আমাদের তফসিল ঘোষিত হয়েছে ২৭ নভেম্বরের জন্য, যা যথেষ্ট নয়।’
তিনি আরও বলেন, ‘আমাদের সাংগঠনিক কর্মসূচি ২৪ নভেম্বর পর্যন্ত চলবে। ফলে বিধিমালা অনুযায়ী নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়া কঠিন হবে। তাই নির্বাচনের সময়সীমা কিছুটা পিছিয়ে দেওয়া প্রয়োজন।’
অন্যদিকে জবি ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের ফলেই প্রশাসন জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। তাই নির্ধারিত সময়েই নির্বাচন হওয়া উচিত।’
আরও পড়ুন: জকসু ভোট ম্যানুয়ালি গণনা চায় জবি ছাত্রদল
তিনি বলেন, ‘প্রয়োজনে প্রার্থীদের ৪৮ বা ৯৬ ঘণ্টা আগে পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া যেতে পারে, কিন্তু নির্বাচন পেছানো উচিত নয়।’
ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, ‘সবার অংশগ্রহণ নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর সুযোগ দিতে নির্বাচনের সময় কিছুটা বাড়ানো যেতে পারে।’
সভায় প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনের অন্যান্য সদস্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জগন্নাথ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপ পাওয়ার আগে কলেজ থাকাকালে মোট ১৪ বার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এর মধ্যে সর্বপ্রথম নির্বাচন হয় ১৯৫৪-৫৫ শিক্ষাবর্ষে। সবশেষ নির্বাচন হয় ১৯৮৭-৮৮ শিক্ষাবর্ষে।
আরও পড়ুন: জকসু নির্বাচন: ছাত্র সংগঠনগুলোর খসড়া আচারণবিধি প্রকাশ
শেষ নির্বাচনে ছাত্রসংসদের ভিপি নির্বাচিত হন মো. আলমগীর সিকদার লোটন ও সাধারণ সম্পাদক হন জাহাঙ্গীর সিকদার জোটন।
২০০৫ সালে কলেজ থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কিন্তু ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫’ এ ছাত্র সংসদ সম্পর্কিত কোনো ধারা না থাকায় প্রতিষ্ঠার পর একবারও জকসু নির্বাচন হয়নি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহুবার নির্বাচন দাবি করলেও ‘আইনি জটিলতার’ কারণে তা আয়োজন করা যায়নি। সব জটিলতা কাটিয়ে বিশ্ববিদ্যালয় হওয়ার পর এবার প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচন হবে পুরান ঢাকায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে।
এম/এমআর

