জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কযালয় যমুনা অভিমুখে রওনা দিয়েছেন ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। রোববার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা যমুনার দিকে যাত্রা শুরু করেন।
এর আগে টানা ২১তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা।
বিজ্ঞাপন
এদিকে, জাতীয়করণের গেজেট প্রকাশ না হওয়ায় রোববার ‘যমুনা অভিমুখে লং মার্চ’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। দুপুরের পর থেকে এই কর্মসূচি শুরু হতে পারে বলে জানিয়েছিলেন সংগঠনের নেতারা।
শিক্ষকরা অভিযোগ করে বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আমাদের চাকরি জাতীয়করণের প্রক্রিয়া আটকে রাখা হয়েছে। ধাপে ধাপে সব ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের ঘোষণা আসার নয় মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি।
তারা আরও বলেন, বিভিন্ন অজুহাতে জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখায় বাধ্য হয়েই আবারও আন্দোলনে নামতে হয়েছে।
বিজ্ঞাপন
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।
এমআর/এফএ

